আমি যে এক কৃষকি
কৃষিতে ফলাই ফসল
ক্ষেত্র যেথায় স্বচ্ছ বটে
সেই বাটে দেই আল
যে বাটে মোর পুষবে না
তাই মানবো সেটি কাল।।
পুষিয়ে দেব মিলমিলান্ত
টানিয়ে দেব আগাগোড়া
শিকর বাকর ঠিক রাখিয়ে
লড়বো কর্ম লড়া
আমি ফলাব
সোনালী মূল্যমাল।।
ফলফলান্তে যতন করবো
জল পৌঁছাব গাছের গোঁড়াতে
সু স্বাস্থ্য সার ছিটাবো
দাম দর বিটুতে
ছুকিয়ে দেব ভিন্নমতি
আসলেও মহাকাল।।
কানাকড়ি মিলবে তখন
সেই বাটের দিশারে
নাঈম কহে নইলে কৃষক
যাবে অসারে
স্বচ্ছ ক্ষেত্রে ফলাব ফসল
না মানিব বিকৃজাল।।
পূর্ববর্তী:
« আমি যাবো রে যাবো যাবো আমি মওলার দরবারে
« আমি যাবো রে যাবো যাবো আমি মওলার দরবারে
পরবর্তী:
আমি যে এক দিনভিখারি তুমি হইয়ো সহায় »
আমি যে এক দিনভিখারি তুমি হইয়ো সহায় »
Leave a Reply