আমার দুই চাকার গাড়ি
থামবে বলো কোনখানে
গ্যারেজ আছে সুরমণি
সে জানে সব জানে।।
গাড়ি ভরা ছয় ডাকাতে
চায় সদা গ্যাড়াকলে ফেলতে
স্বচ্ছ ডিজেল রাখলে সাথে
চলে গাড়ি আপনে।।
চল চল গাড়ি অচল হইলে
হইবে না ঠিক ডিজেল দিলে
দিন রাত্র রাস্তা চিনলে
যাবে গাড়ি ঠিকানা চিনে।।
গাড়ির ডিজেল যাচ্ছে কমে
কয় ডেকে দেওয়ান নাঈমে
রাস্তা দেখায় গুরুময়
শির ঠেকাই তার চরণে।।
পূর্ববর্তী:
« আমার দীন দরদী মাঝি ভাই
« আমার দীন দরদী মাঝি ভাই
পরবর্তী:
আমার দুই নয়নে ঝরে গো বারি »
আমার দুই নয়নে ঝরে গো বারি »
Leave a Reply