আমার ভাঙ্গা তরী যায় ভাসিয়া
অকূল সাগরে
ভাঙ্গা তরী ডুবাইতে চায়
ছয় কাল কুম্বুরে।।
কোনদিন জানি ঠেকবে তরী
কূলেরই কিনারে
তরীর মাঝি কোথায় আছে
নাই ঠিকানা রে।।
ভাঙ্গা তরী জলে ভরা
সেচতে যায় রজনী রে
সময় আসলে যাবে তরী
জলাঙ্গী ছেড়ে।।
নাঈম বলে তরীর খবর
কে বলিতে পারে
সু সময় আলকাতরা দিলে
ডুবিবে না পরে।।
পূর্ববর্তী:
« আমার ভবজ্বালা গেল না, সৎ পিরিতি হইল না
« আমার ভবজ্বালা গেল না, সৎ পিরিতি হইল না
পরবর্তী:
আমার ভাঙ্গা বজরা দেইখা লোকজনে হাসে »
আমার ভাঙ্গা বজরা দেইখা লোকজনে হাসে »
Leave a Reply