লালন বলে সুধা নাকি
আছে গুরুর কাছে
দয়াল হয় গুরু ওগো
সততার মদ্রিছে।।
গুরু হয় আলোর রেখা
নবজীবনের সকল দিক্ষা
জুগাই মনে সৎ শিক্ষা
গুরুর আলোচ্যে।।
সুধা আছে সত্য বটে
যে গুরুতে সততা রটে
চেয়ে দেখ আলো জ্বলে
গুরু রাঙা চরণ নীচে।।
নাঈম বলে ভূল শুনিনি
লালন একজন জ্ঞানী মানি
সুধাময়ী গুরু ধনী
ধন পাবে যে গেছে।।
পূর্ববর্তী:
« লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা
« লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা
Leave a Reply