ওরে তোরা গুরু ভজ সবে
তোরা গুরু ভজ রে
সুসময়ে না ভজিলে
ভজবি তারে কবে।।
গুরু ভজ আপন জেনে
রাখো তারে সদা মনে
থাক সে কাছে সংগোপনে
শ্রদ্ধা জানাবে।।
গুরু হয় অমূল্য রতন
সদা করো তাহার যতন
সৎ চলাচল জীবন যাপন
তাহার কাছে পাবে।।
গুরু হয় পারের কান্ডারি
লইবে ত্বরে ভাঙা তরী
যেথায় চাইবে ধরতে পাড়ি
নয়ন খুলে যাবে।।
পাগল নাঈম গানে বলে
নিদান কালে ত্বরতে হলে
ভজ গুরু চরণমূলে
সুধা খুঁজে পাবে।।
পূর্ববর্তী:
« ওরে চাষি ভাই, শক্ত হাতে লাঙ্গল ধরা চাই
« ওরে চাষি ভাই, শক্ত হাতে লাঙ্গল ধরা চাই
পরবর্তী:
ওরে দাঁড়াও কালা মোর »
ওরে দাঁড়াও কালা মোর »
Leave a Reply