ভূলে মুই ধান্য দিলাম
আমার মানব ক্ষেতে
পঙ্গপালে ধান্য খাইয়া
ছিটাই মশগুলেতে।।
পঙ্গপালের বিষম জ্বালা
ক্ষেতের ধান্য হইছে কালা
বিষ ছিটাইলে আরও জ্বালা
কাজ হয় না বিষেতে।।
কেমন রে পঙ্গপালের দল
বুঝিনা ঐ বিষ বা কেমন
শত্রু শত্রুর হয় যে মিলন
আমার কাজ করিতে।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
ধান্য ফলাও কাল বুঝিয়া
অকালের ধান্য পঙ্গপাল খায়
কাজ হবে না বিষ বিলাতে।।
পূর্ববর্তী:
« ভূতের খেলা ভূতের মেলা যা দেখি সব ভূতের চেলা
« ভূতের খেলা ভূতের মেলা যা দেখি সব ভূতের চেলা
পরবর্তী:
ভেদ বুঝিয়া পড়ে নামাজ মমিনে »
ভেদ বুঝিয়া পড়ে নামাজ মমিনে »
Leave a Reply