দয়াল মুর্শিদ প্রাণের মুর্শিদ গো
তোমায় কী গো পাব সামনে
দয়া করে দিও দেখা
অভাগারে আপন জেনে।।
মুর্শিদ – তুমি ভক্তের অন্তরে
তোমাকে ডাকি কাতরে
নয়ন দুনো যাইবে জুড়ে
দেখে তোমায় সামনে।।
তুমি দয়ার কান্ডারি গো
তুমি দয়ার কান্ডারি
দিয়াছি সকল ছাড়ি
তুমি যে সদা মনে।।
নাঈম বলে বিমুখ হইয়া
থাকিয়ো না দূরে রইয়া
দূরে থাকলে এই পাগলে
চলে যাইবো মরণে।।
পূর্ববর্তী:
« দয়াল মুর্শিদ জেনে তোমায়
« দয়াল মুর্শিদ জেনে তোমায়
পরবর্তী:
দয়াল মুর্শিদ, তুমি বিনে কে আছে আমার »
দয়াল মুর্শিদ, তুমি বিনে কে আছে আমার »
Leave a Reply