মুর্শিদ আমার কান্ডারি গো
সয়ালের দয়াল
পাপের বোঝা দূর করিতে
ধরিলে মহৎ পাল।।
মুর্শিদ তোমায় সেবিতে চাই
বিনা মূল্যের পরে
গোলাম বলে বদনামিতে
লোক ডাকে আমারে
মুর্শিদ তোমায় পাইতে আমি
না ডরিবো মহাকাল।।
মুর্শিদ তোমার মহাগুণে
বাধ্য হবে রিপুগুণে
তুমি হলে অন্তর্যামী
পাহিয়াছি ভাগ্যগুণে
তোমার চরনদাসী হলে
শান্ত হবে অন্তরাল।।
ভালো মন্দ ব্যাপার আছে
ইমান হলো সাধনা
মুর্শিদ আমার অন্তঃমম
অন্তর কথা তার জানা
আগে বুঝো মুর্শিদ কে জন
তাহার পরে ফল।।
মুর্শিদ তোমায় দেখিতে চাই
দরশন দাও আমারে
দয়া করে কইরো উদ্ধার
নিদানে গেলে পরে
নাঈম বলে সত্য প্রেম সত্য আশা
মুর্শিদ মূল্যমাল।।
পূর্ববর্তী:
« মুমিন মুসলমান দেখ রে এক পথ
« মুমিন মুসলমান দেখ রে এক পথ
Leave a Reply