ভয়ানক সাগরে নামলাম আমি
ভাঙ্গা তরী লইয়া
কত ঢেউকে পার করিলাম
মুর্শিদের নাম ধরিয়া।।
ডাকাত দলে আক্রমণ করছে
আমার ভাঙ্গা তরীতে
মারতে চায় ফেলিয়া আমায়
বব সাগরের স্রোতে
সব বেছারায় সুখ পাহিলো
আমায় আঘাত দিয়া।।
ছয় ডাকাতের তাড়ায় পড়ে
কাঁদি আমি কাতরে
মামলত আমার কাড়িয়া
ফেলিতে চায় বালুচরে
আমি ধরি মুর্শিদের নাম
হরদম করিয়া।।
নাঈম কহে প্রাণের মুর্শিদ
জানি তুমি আসবে
বাধ্য করবে ডাকাত সেনা
তোমার চরণ ধাবে
সেই ভরসা মন ভিতরে
গানে যাই কইয়া।।
পূর্ববর্তী:
« ভয় করো না এক হয়ে যাও মজুর চাষির দল
« ভয় করো না এক হয়ে যাও মজুর চাষির দল
Leave a Reply