দয়া করে দেখা দিয়ে শান্ত করো আমারে
প্রাণের মুর্শিদ গো
কোন পথে পাইমু আমি দেখিতে তোমারে।।
আমি বিনাশ্রয়ী প্রাণের মুর্শিদ
আশ্রয় করো দান
ছয় রিপুরা ফাঁদে ফেলে
দেয় যে আমায় টান
মতান্তরে তোমারি গান
রাখছি আশা করে।।
ভাগ্যবান হবো আমি
পাইলে তোমার দেখা
তুমি দয়ার উদয় সাগর
আদর্শের টেকা
মহৎ তুমি মহাঅসীম
ডেকে বলি কাতরে।।
তোমার চরণতলে মুর্শিদ
বেঁধে আছি বাসা
নাঈম কহে রিক্ত মনে
তুমি আমার ভরসা
তিলেক দয়া হলে
দেখা দিও এই নৈরাশেরে।।
পূর্ববর্তী:
« দ্বিমুখী জাত স্বর্প আছে বিশ্বমোহনায়
« দ্বিমুখী জাত স্বর্প আছে বিশ্বমোহনায়
পরবর্তী:
দয়া করো দয়াল তোমার দয়ার বলে »
দয়া করো দয়াল তোমার দয়ার বলে »
Leave a Reply