শাহ্ ইব্রাহিম মস্তান ছিলেন
আল্লাহর ওলি
আল্লাহর সন্ধানে ছাড়িলেন
আপনও বাড়ি।।
ঘুরলেন কত বন জঙ্গল
কত যে দেশ উপকূল
ত্যাগি তপস্বী ছিলেন
আলো করলেন শ্রিপুরী।।
কত ভক্তের আশেক তিনি
সঠিক পথের সন্ধানী
ছড়াইলেন আলোর নিশানি
ভক্তদের প্রেম আসরে।।
দেশ বিদেশে খ্যাতি গুণ্য
ভোগী নয় তিনি মহামান্য
নাঈমের হইতো জীবন ধন্য
সেবিলে তার শিয়রে।।
পূর্ববর্তী:
« শাহজালালের আবাস ভূমি সিলেট জেলা হয়
« শাহজালালের আবাস ভূমি সিলেট জেলা হয়
Leave a Reply