নিজামুদ্দিন আউলিয়া আলো দিলেন ছড়াইয়া
বিশ্ববাসীর কূল
জন্মে বাদায়ুনির সন্তান
মা জুলেখার কোল।।
চিশতিয়া ত্বরিকার আউলিয়া তিনি
ইমাম উল মেহবুবিনী
তাজ উল মুকাররবিন
উপাধি সততার মূল।।
মেহফিল এ সুখান তিনি
পৌঁছান বিশ্বে সততার বাণী
ফুকরা ওয়াল মাসাকিন
ছিলেন মালিক উল।।
পৃথিবীর গাউস যিনি
সততা তার শিরমণি
পাগল নাঈম দিনহীনে
চায় যে বাবার চরণ ধূল।।
পূর্ববর্তী:
« নিজগুণে দয়া করে আইছে শ্যাম কালার চান
« নিজগুণে দয়া করে আইছে শ্যাম কালার চান
Leave a Reply