এতিম নাদান ভবে মাওলা তোমাকে বিনে
তুমি ছাড়া কেউ নাই আমার দরদী এই ভূবনে।।
তুমি আশেক দয়ার ভান্ডার
আমি কাঙ্গাল বড় গুণাহগার
দয়া করে করিও পার
গেলে নিদানে।।
তুমি এ দুনিয়ার রাজা
বান্দা মোরা সবাই প্রজা
একবার দরশন দিও দয়াল
বলি আবেদনে।।
করো তুমি তিলেক দয়া
দাও মোরে শান্তির ছায়া
কয় ভাবিয়া নাঈম মিয়া
ডাকি গো ভজনে।।
পূর্ববর্তী:
« এডওয়ার্ড ডিমক ও জীবনানন্দ দাশ – হাসান ফেরদৌস
« এডওয়ার্ড ডিমক ও জীবনানন্দ দাশ – হাসান ফেরদৌস
Leave a Reply