ইয়া আল্লাহু ডাকি তোমায়
দমেতে দমেতে
বাঞ্চা পুরার আশা তুমি
এই জগতে।।
আমি তোমার তুমি আমার
এই বিশ্ব মাঝে সদা সাঁকার
দেখি না তোমায় অন্ধ চোখ আমার
রাখো তোমার অধিন্যস্তে।।
দেখা দাও দয়াল একবার
চাই না আমি কিছুই আর
দেখিলে দয়াময় রুপটি তোমার
যেতে চাই না বেহেশতে।।
জানি আল্লাহ তুমি দয়াময়
তোমার লিলা মহাময়
নাঈম রবো তোমার সহদ্বয়
মাথা রেখে ন্যাস্তে।।
পূর্ববর্তী:
« ইলিশামাছ কি বিলে থাকে কাঠাল কি কিলাইলে পাকে
« ইলিশামাছ কি বিলে থাকে কাঠাল কি কিলাইলে পাকে
পরবর্তী:
ইয়া রাফিকুল আল, ইয়া হাবিবুল্লাহ »
ইয়া রাফিকুল আল, ইয়া হাবিবুল্লাহ »
Leave a Reply