আমি আছি আশায় গো
পুরাও মনের বাসনা
তুমি আমায় যাহাই ভাব
আমি ভাবি আপনা।।
তুমি দয়াল আমি কাঙ্গাল
দিন ভিখারি
সর্বস্থানে বিরাজিত
তুমি মহৎ দিশারি
তোমার আদেশ প্রথা মেনে
চালাই জীবন যাপনা।।
তোমায় যদি ওগো মাওলা
পাইতাম আমি
তাহলে হইতাম একজন
জগৎ ভূস্বামী
তুমি আমার অন্তর্যামী
সততার মোহনা।।
তিলেক দয়া কইরো আমায়
আসিলে কাল
জনম হইবো ধন্য আমার
ছিড়বে যত পাপের জাল
থেকো পাশে দিও দেখা
আর কিছু চাই না।।
বিশ্ব তুমি চালাও দয়াল
তোমার এক্তিয়ারে
পারলে দয়া কইরো তুমি
এই কাঙ্গালেরে
নাঈম বলে দেখা দিয়া
দাও মোরে স্বান্ত্বনা।।
পূর্ববর্তী:
« আমি আছি আমার মাঝে আমি করি আমার খবর
« আমি আছি আমার মাঝে আমি করি আমার খবর
পরবর্তী:
আমি আর কি দেখা পাব বন্ধু রে »
আমি আর কি দেখা পাব বন্ধু রে »
Leave a Reply