আমি যে এক দিনভিখারি
তুমি হইয়ো সহায়
তাইলে বুঝি দিনহীনের
মিলিবে উপায় গো।।
ঘরে নাই মোর ডেগ ডেগরি
নেই যে মোর ঘরে চাল
কী রাধিবো কী যে খাবো
নাই যে ঘরে কোনো মাল
ঘটিলে এমনি হাল
ডাকি দমে তোমায়।।
সৎ মহৎ মনুষ্যত্ব
নাই কিছু মোর মাঝে
তবুও আমি থাকি সদা
তোমায় দেখার খুঁজে
সফল জীবন হইবো তখন
আশা যদি পুরায়।।
নাঈম কহে তুমি হলে
আমার জীবন বাঁচন
আশার পন্থে চেয়ে আছি
তোমায় জানিয়া আপন
সৎ সাধনা জীবন মোহন
যদি মনে ঠেকায়।।
পূর্ববর্তী:
« আমি যে এক কৃষকি কৃষিতে ফলাই ফসল
« আমি যে এক কৃষকি কৃষিতে ফলাই ফসল
পরবর্তী:
আমি যে কাঙাল মাওলা তুমি দয়াময় »
আমি যে কাঙাল মাওলা তুমি দয়াময় »
Leave a Reply