আপন জেনে সহায় থেকো
পারলে এক্তিয়ারে
তুমি মাবুদ সর্বদ্রষ্টা
রক্ষা করো আমারে।।
তোমার আশায় কতজনা
মারহাবা পেয়ে সৎ যাপনা
যার কেহ কাটা পথে
তুমি বাঁচাও তারে।।
তুমি অসীম ওগো সাঁই রাব্বানা
দেখবো তোমায় বেহেশত চাই না
ধন্য হইবো জীবন আমার
দেখিয়া তোমারে।।
কত পাপীর নাই ভাবনা
দিনে রাতে করে ও গোণাহ
মিথ্যার আশ্রয়ে লয় দানা
এই ভব সংসারে।।
দেখাও পারলে একটু করুণা
নাঈমের মনে পাইবে স্বান্তনা
জুরাইবো দুই নয়না
দেখলে তোমারে।।
পূর্ববর্তী:
« আপন চিনো করো রে মন
« আপন চিনো করো রে মন
পরবর্তী:
আপন দেশে যাইতে বোধ হয় বেশি দেরি নাই »
আপন দেশে যাইতে বোধ হয় বেশি দেরি নাই »
Leave a Reply