শূন্যের উপর ঘর যে আমার নড়বড় নড়বড় করে
সেই ঘরেতে থাকি নাঈম আল্লাজির নাম ধরে।।
কদিন রবো সেই ঘরেতে প্রশ্ন হয় অন্তরে
আমি ভবে আসছি চলে যাবো, কে ঠেকাবে মোরে।।
কান্দন ও জুটিলো নাঈম স্মরিয়া বার বারে
আল্লাজি মোর হয় নি সহায় দুঃসময় হাশরে।।
তাইতো নাঈম ঘর বাধিনা দিন যাইতেছে পুড়ে
থাকবো নাকো জানি আমি মিছা রঙ্গপুরে।।
পূর্ববর্তী:
« শুভদিনে উদয় হইলেন পাক নাম মোহাম্মদ
« শুভদিনে উদয় হইলেন পাক নাম মোহাম্মদ
পরবর্তী:
শেখ মুজিব বঙ্গবন্ধু সবাই কয় »
শেখ মুজিব বঙ্গবন্ধু সবাই কয় »
Leave a Reply