এ জগত মাঝারে তুমি থাকবা না
ওরে ও মনা
চক্ষু থুইয়া হইছো দেখি
তুমি যে একটা কানা।।
এ জগতের মিছামিছি
সকলই বাহানা
পুত্র বউ কী ভাই ভগিনী
কেউ সঙ্গী হবে না।।
করি নাঈম করি আমি
তোমারে মানা
কর্ম করো প্রভূর নামে
করো তার ভজনা।।
হাস্য খেলার আসয় বিষয়
সকলি যে খেলনা
অসময়ে আছে সবই
সুসময়ে থাকবে না।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
বেক্কল কেউ হইয়ো না
বেক্কল হইছি আমি হইছি
চক্ষু থাকতে কানা।।
পূর্ববর্তী:
« এ কেমন প্রেমরে বন্ধু প্রেম করিয়া রও দূরে
« এ কেমন প্রেমরে বন্ধু প্রেম করিয়া রও দূরে
পরবর্তী:
এ জগতে ডাকে তোমায় »
এ জগতে ডাকে তোমায় »
Leave a Reply