আজ বিয়ার ও দিবসে
পাড়া পরশি শেষে
আসে ঘরে ফিইরা,
বিয়ার ঐ বাসর ও মাঝে
জামাই নাঈম থুইয়া গো।।
নয়া মুখে নয়া দামান
বউ’র হম্মুখে গিয়া
সোহাগ নি পাইবো বাসরে
বউয়ের কাছে গিয়া গো।
আজ নাঈমের বিয়া।।
পিরিত যতন পিরিত রতন
করলে সোহাগ গিয়া
পিরিতে পিরিত ও মিলে
বুঝিয়া যাচিয়া গো।
আজ নাঈমের বিয়া।।
নাঈম একজন আলাবুলা
বউয়ের রুপ দেখিয়া
আপন কর্ম কইবো সকল
বাসর বাণী মুইয়া গো।
আজ নাঈমের বিয়া।।
সোহাগ সাধে সোহাগ পাইবো
পাইবো নাঈম মিয়া
নইলে বউয়ে চইলা যাইবো
তিনটা টুক্কুর দিয়া গো।
আজ নাঈমের বিয়া।।
পূর্ববর্তী:
« আজ প্রথম মে দিবসে
« আজ প্রথম মে দিবসে
পরবর্তী:
আজকে নাঈমের বিয়া রে »
আজকে নাঈমের বিয়া রে »
Leave a Reply