দয়াল মুর্শিদ গো
মোরে তুমি আপন করে লও
কোন বা পথে পাব তোমায়
জলদি মোরে কও।।
হবো তোমার চরণদাসী
এতে আমি আত্মবিশ্বাসী
করিও না সর্বনাশী
চরন মূলে মোরে নেও।।
মনে বলে তুমি আমার
আমি তো নয় অন্য কাহার
বলে এ মনে বারে বার
কোন যাতনা সও।।
মুর্শিদ নামে কতই সুধা
রয়েছে হইয়া জুদা
জীবন আমার নয় তো বৃথা
যদি মোরে কাছে লও।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
মুর্শিদ তব নাম ধরিয়া
নিদানে নিও ত্বরাইয়া
যতই যাতন দেও।।
পূর্ববর্তী:
« দয়াল মুর্শিদ গো এই ভবে নেই
« দয়াল মুর্শিদ গো এই ভবে নেই
পরবর্তী:
দয়াল মুর্শিদ জেনে তোমায় »
দয়াল মুর্শিদ জেনে তোমায় »
Leave a Reply