মুর্শিদ গিয়া ভজো মনা
হবে মুর্শিদ সত্য সার
অধরা ভক্ত তুমি
হবে না অসার,হবে না অসার।।
মুর্শিদ নামে মধু কত
ডাকলে তুমি ডাকার মতো
নিরাশা মন আশাহত
না হইতো আর।।
অকূলে ঠেকিলে তরী
দয়াল নেবে পার করি
গায় লাগে না অশরীরী
করবে দয়াল পার।।
দূর হবে দুখ জঞ্জাল
আসিলে নিদানের কাল
মুর্শিদে হয়ে সুখের ঢাল
টানবে সত্য দ্বার।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
কী হবে আর গান গাহিয়া
দয়াময় রয় দূর সরিয়া
কাজ হবে না তার।।
পূর্ববর্তী:
« মুর্শিদ ও, জীবনও ভরিয়া তোমার লাগিয়া
« মুর্শিদ ও, জীবনও ভরিয়া তোমার লাগিয়া
Leave a Reply