চল্ রে মনা গুরুর দেশে চল্
আলোয় আলোয় রাঙবে রে তুই
পুছবে হৃদয় মল।।
চল্ রে মনা গুরুর দেশে
টানবে কাছে ভালোবেসে
করবে আপন ভালোবেসে
দুখ সাড়বে সকল।।
গুরুর দেশে গুরু দয়ালে
বসে আছেন তসবিহ তুলে
প্রেমে প্রেমে কায়া জ্বলে
নাই দুঃখ অনল।।
যে যা খুশি বললে বলুক
তাতে নাহি নিস মনা দুখ
কেউ না যদি ভালোবাসুক
দেয় না গুরু ছল।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
গুরুর দেশে যাও চলিয়া
সরল পথে দিন কাটাইয়া
জীবন হোক সরল।।
পূর্ববর্তী:
« চলো চলো রাই গৌরাচান্দের রূপ হেরিতে
« চলো চলো রাই গৌরাচান্দের রূপ হেরিতে
পরবর্তী:
চাঁদনী রাইতে নিরজনে আইসো সখা সংগোপনে »
চাঁদনী রাইতে নিরজনে আইসো সখা সংগোপনে »
Leave a Reply