ওহে মুর্শিদ দয়ালজি
কোন সাধনে পাই গো তোমারে
টেকছি লইয়া পুড়া কপাল
চিনিলাম না তোমারে।।
করিনি ভাল কর্ম কাজ
সদা ভয় সদা লাজ
এই নিয়ে বিপথে আজ
নামলাম দুখ সায়রে।।
ইমান আমল নাই আমার
আমি এক কাঙ্গাল গুণাহগার
অভাগারে কইরো উদ্ধার
দয়া হইলে অন্তরে।।
মুর্শিদ তুমি হও আপনা
পুড়াও মোর সকল বাসনা
দূর করো গো দুখ যাতনা
ঘিরলে সব চারধারে।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
ভবের কামে মত্ত্ব রইয়া
আসল কাজ গেলাম ভূলিয়া
মুর্শিদ, দেখাও পথ আমারে।।
পূর্ববর্তী:
« ওহে জাত বাঙালি রে শুনো মানবগণ
« ওহে জাত বাঙালি রে শুনো মানবগণ
পরবর্তী:
ওহে সর্বশক্তি, দাও আমারে মুক্তি »
ওহে সর্বশক্তি, দাও আমারে মুক্তি »
Leave a Reply