মুর্শিদ নামে কতই মধুর ভাই
তার তুলনা নাইরে মনা
তার তুলনা নাই।।
মুর্শিদে রয় দয়ালখানা
দয়ালের ইশারা বেনা
বারে বারে চায় পানা
খুঁজে বেড়ায় ঠাই।।
মুর্শিদে রয় বন্ধের সন্ধান
জুড়ায়ে যায় তাপিত প্রাণ
যদি দেখে ঐ রুপখান
গান গাহিয়া যায়।।
সুখ চাহে মন ঐ নামেতে
তাই ডেকে রয় দিন ধ্যানেতে
ডেকে মুর্শিদ নাওখানিতে
পাল উড়ায়ে যাই।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
মুর্শিদের নাম যাই ডাকিয়া
বিপাকে নেয় উদ্ধারিয়া
চেনায় দয়াল সাঁই।।
পূর্ববর্তী:
« মুর্শিদ নাম লহিও মনা অন্তরে অন্তরে
« মুর্শিদ নাম লহিও মনা অন্তরে অন্তরে
Leave a Reply