গান গেয়ে মোর প্রানের সঞ্চার করি
গানে গানে আপন প্রাণে
মুর্শিদে দেন পাড়ি।।
গানেতে রয় আপনি মন
গানে হয় মুর্শিদের মিলন
খুঁজিয়া সে অতি গোপন
আসবে হৃদয়পুরি।।
দেখিতে মনোহর রুপ তার
নারী কিবা নরের বাহার
দেখিনা কোনোরুপ তার
দয়ালের রুপ হেরি।।
গানেতে সাধনার বাসা
এই গানেতেই মিটে আশা
গানেতে রয় ভালোবাসা
আছে বাহাদুরি।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
দিন যেন যায় গান গাহিয়া
গানে গানে প্রাণ মিলাইয়া
মুর্শিদের ডাক ছাড়ি।।
পূর্ববর্তী:
« গান গেয়ে মোর প্রাণের সঞ্চার করি
« গান গেয়ে মোর প্রাণের সঞ্চার করি
পরবর্তী:
গান শুনিয়া চমকে উঠে প্রাণ »
গান শুনিয়া চমকে উঠে প্রাণ »
Leave a Reply