গানে ডাকি মুর্শিদেরে
গানে খুঁজে পাই
এদেশ ওদেশ দিক নির্বিশেষ
খোঁজার দরকার নাই।।
এই গানেতেই মাওলা আসে
চিন্তা আমার নাই
যদি আমি কাল নাচিয়ে
তারে ডেকে যাই।।
গানে মিলে প্রাণের সন্ধান
ভূল বলিনি ভাই
গান গাহিয়া দেখ মিয়া
যদি মনে চায়।।
গানে আছে আত্মার খুরাক
ধ্যান মিলনের ঠাই
গানে গানে প্রাণবন্ধুরে
তাইতো ডেকে যাই।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
আসবেন দয়াল সাঁই
মুর্শিদে দয়ালের সন্ধান
খুঁজতে যদি চাই।।
পূর্ববর্তী:
« গান শুনিয়া চমকে উঠে প্রাণ
« গান শুনিয়া চমকে উঠে প্রাণ
পরবর্তী:
গানের আসরে যখন গান গাইতে যাই »
গানের আসরে যখন গান গাইতে যাই »
Leave a Reply