মুর্শিদ নাম জপিতে মোর
কতই মধুর লাগে
তাইতো আমি ডাকি সে নাম
আপন অনুরাগে রে।।
সেই নাম আমার ভূল পড়ে না
মরণের ও আগে
বুঝিনা গো ধরলো নাকি
সেই নামেরই রোগে রে।।
বারে বারে হৃদ গভিরে
সেই নাম শুধু জাগে
যত ডাকি ততোই যেন
কাছে আমায় ডাকে রে।।
মুর্শিদের নাম লইতে জানি
আমি দুখে শোকে
দুৃ যে আমার ফিরে আসে
ভিষণ মধুর সুখে রে।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
লাগে না তা মুখে
দয়াল নামে কই হরদমে
মুর্শিদ বলি ডেকে রে।।
পূর্ববর্তী:
« মুর্শিদ দয়ার চ্ন্দ্র জানি
« মুর্শিদ দয়ার চ্ন্দ্র জানি
পরবর্তী:
মুর্শিদ নাম লহিও মনা অন্তরে অন্তরে »
মুর্শিদ নাম লহিও মনা অন্তরে অন্তরে »
Leave a Reply