এসকে ফানা ফিল্লা হয়ে
জয় করো দুই কূল
ভজো গিয়া মনু মিয়া
দয়াল চরণমূল।।
সরল চিত্তে ফুটাও গিয়া
মুর্শিদ নামের ফুল
ঠেকিবে না ওহে মনা
একুল ওকূল।।
করিও না ভ্রান্তে গিয়া
কোনো গন্ডগোল
হও গে মানুষ মানুষ ভজে
নূর বদনি পুতুল।।
নূরের আলো বদন মাঝে
করিবে ঝলমল
মুর্শিদ তরে গিয়া ভাঙ্গ
তোমার সকল ভূল।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
তোল রে মনা তোল
কাল ভ্রমরা হয়ে কভূ
দিস না গায়ে হুল।।
পূর্ববর্তী:
« এস মা জগজননী দুৰ্গে দুৰ্গতিনাশিনী
« এস মা জগজননী দুৰ্গে দুৰ্গতিনাশিনী
পরবর্তী:
এসেছেন গউর নিতাই জীব তরাই অবনীরে »
এসেছেন গউর নিতাই জীব তরাই অবনীরে »
Leave a Reply