মুর্শিদ নাম লহিও মনা
অন্তরে অন্তরে
দয়াল নামের মধুর বাণী
শেখাবে তোমারে- সেজন।।
মুর্শিদ হয় আঁদার সারতি
তাহার কাছে পাবে প্রীতি
আছে তাহার মূলনীতি
মানুষ ভজো রে।।
মুর্শিদ নাম দমের কলে
রাখোরে যেও না ভূলে
মুর্শিদ রুপ বর্জক করিলে
মাফ চাহো তার তরে।।
মুর্শিদেরে করো আপনা
পুরাবে মনের বাসনা
চেনাবে আছেন একজনা
তোমার হৃদ গভীরে।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
মুর্শিদ রুপে মন মজাইয়া
দিনে দিল দাও সঁপিয়া
দয়াল নাম সহকারে।।
পূর্ববর্তী:
« মুর্শিদ নাম জপিতে মোর কতই মধুর লাগে
« মুর্শিদ নাম জপিতে মোর কতই মধুর লাগে
Leave a Reply