দূর্গতি নাশ করতে জানে
আমার মুর্শিদ চান
যার কূলে মুর্শিদের লীলা
বাঁচে তাহার প্রাণ।।
মুর্শিদ নামের পাল তুলে
ভাঙা নাও দরিয়ায় নিলে
স্রোতের বাওয়ে দেখবে চলে
ডুবতে নাই উড়ান জিরান।।
মুর্শিদ অকূলিয়ার কূল
শুদ্ধ বৃক্ষের হয় সে মূল
মরা গাছে ফুটায় ফুল
মৃত কে দেয় নতুন প্রাণ।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
মুর্শিদ নাম দেখ লইয়া
অন্ধ চক্ষু যাবে খুলিয়া
খুলবে হৃদ্দজ্ঞান।।
পূর্ববর্তী:
« দূতী তারে কর মানা শ্যাম যে আমার কুঞ্জে আয় না
« দূতী তারে কর মানা শ্যাম যে আমার কুঞ্জে আয় না
পরবর্তী:
দেইখে আইলাম তারে ত্ৰিভঙ্গ ভঙ্গিমা রূপ »
দেইখে আইলাম তারে ত্ৰিভঙ্গ ভঙ্গিমা রূপ »
Leave a Reply