মুর্শিদ মোর সয়ালের দয়াল
মুর্শিদ আমার আপনা
মুর্শিদ রুপে করি সদা
দয়াল মওলার ভজনা।
মুর্শিদ মোর নয়নের আলো
অন্ধকার যে দূর সারিলো
দুর্গতি মোর সাঙ্গ হলো
দূর হলো কু বাসনা।।
মুর্শিদ যারে সুনজরে
দেখিয়া লয় আপন করে
শয়তানে কী ভোলায় তারে
নিজেই ভূলে আপনা।।
মুর্শিদ নামে কত সুধা
সে কী গো যায় এমনি বুঝা
মুর্শিদ নামে কত মজা
নাঈম না ডাকলে বুঝতো না।।
পূর্ববর্তী:
« মুর্শিদ বিনে এ ভুবনে কেউ নাই আপনা
« মুর্শিদ বিনে এ ভুবনে কেউ নাই আপনা
পরবর্তী:
মুর্শিদ মৌলা বক্স মুন্সি, দয়ার ঠাকুর »
মুর্শিদ মৌলা বক্স মুন্সি, দয়ার ঠাকুর »
Leave a Reply