মুর্শিদ আমার নয়নমণি
মুর্শিদ আমার কান্ডারি
ভববাসে বেঁচে আছি
দয়াল তোমার নাম ধরি।।
এসেছি আমি মাঝ দরিয়ায়
আমি বড় অসহায়
অকূলেতে ভেসে যায়
আমার মানবতরী।।
কত পাপ গুণাহ করেছি
ষড়রিপুর ফান্দে পড়েছি
তনুমনে আমি জ্বলেছি
হয়েছি দিন ভিখারি।।
অকূলে আজ আছও ভেসে
কূল নাই তার কোনো পাশে
মুর্শিদের নাম ধরি শেষে
লহিও উদ্ধার করি।।
আমি আজ বড় অসহায়
সদা নামে ডাকি তোমায়
ঠেকছে শেষে নাঈম পাগলায়
হইছে তোমার চরণধারি।।
পূর্ববর্তী:
« মুর্শিদ আমার কান্ডারি গো সয়ালের দয়াল
« মুর্শিদ আমার কান্ডারি গো সয়ালের দয়াল
Leave a Reply