আমার বন্ধু আসিবে গো
দয়াল চান আসিবে গো
খেলবো মিলে দুজন প্রেম খেলা
প্রেম খেলিয়া দুজন
কাটাইবো বেলা গো।।
হইলাম আমি গৃহহীনি
লোকসমাজে কলঙ্কিনী
লোকে বলে অসতিনী
ব্যাথা পাই শুনিলে গো।।
আসবে বলে বন্ধু আমার
অপেক্ষাতে বাসর মাঝার
শূন্য রইলো বাসর আমার
আসলো না শ্যাম কালা গো।।
যদি আসে বন্ধু ফিরে
ফুটিবে ফুল আশার ঘরে
ধন্য জীবন দুখের তরে
দুখ বলিবে ফালা গো।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
লোকসমাজে কলঙ্কি করিয়া
এখন বসন্তে ফিরিয়া
আসবে মোর রঙ্গিলা গো।।
পূর্ববর্তী:
« আমার বন্ধু আনি দেও গো তোরা
« আমার বন্ধু আনি দেও গো তোরা
পরবর্তী:
আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় »
আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় »
Leave a Reply