আমায় একলা ঘরে রাইখা গো
বন্ধু দূরে থাকে কেমনে
ও বন্ধু নিষ্ঠুর হইলো কেমনে
বনপুড়া হরিণীর মতো ঘুরি বনে বনে।।
আইসো বন্ধু দয়া করে
হইলে নিরল রাত
ভালোবাসার গল্প করে
করিবো প্রভাত।
তুমি আসলে ধন্য হবো
শান্তি পাবো মনে।।
তোমায় আমি ভালোবাসি
তুমি আমায় বাসলে ভীন
জল ছাড়া কী বাঁচতে পারে
থাকলে সেথায় মীন।
তুমি ছাড়া আমিও তেমন
দিন কাটেরে ক্রন্দনে।।
বিরহেতে আর কতদিন
তুমি পুঁড়িবে আমায়
হইলো অঙ্গ মোর ছাই
সহ্য করা দায়
নাঈম তোমায় পাইলে বন্ধু
সেবিতো চরণে।।
পূর্ববর্তী:
« আমায় উপায় বলো এগো সই প্ৰেম করে। প্ৰাণ গেল
« আমায় উপায় বলো এগো সই প্ৰেম করে। প্ৰাণ গেল
পরবর্তী:
আমায় এত দুঃখ দিলি বন্ধুরে বন্ধু »
আমায় এত দুঃখ দিলি বন্ধুরে বন্ধু »
Leave a Reply