আমায় ফেলে আঁধার ঘরে
আমার বন্ধু থাকে দূর বিদেশে
সঙ্গে নেয় না আমারে।।
বন্ধু বিনে পাগল মনে
আমার আর কিছু চায় না রে
আসলে বন্ধু এই যৌবনে
তারে রাখিতাম ধরে।।
সে যদি ভূলিয়া যায়
আমি তো ভূলিনা বন্ধুরে
সে ছাড়া কেহ যে নাই
এই পাগল মনমাঝারে।।
করে বন্ধুর সাথে মান
না আসলে সে ধারে
কুলনাশা এই পাগল নাঈম
যাইবে বুঝি মরে।।
পূর্ববর্তী:
« আমায় ফাঁকি দিয়ে গেল গো সখি
« আমায় ফাঁকি দিয়ে গেল গো সখি
পরবর্তী:
আমায় বলো গো সজনী তোরা »
আমায় বলো গো সজনী তোরা »
Leave a Reply