আমার জীবন হৃদয়ের চান কলিজার টুকরা
আমার শ্যাম কালা
আমার প্রাণের চেয়েও অধিক
তারে বাসি ভালা গো।।
দেখলে চেয়ে তার চান্দমুখ
দূরে যেতো সকল দুঃখ গো
মনেতে মুই পাহিতাম সুখ
না বাড়িতো জ্বালা গো।।
যৌবন ফুলে মোর ভরা মধু
বন্ধু ভ্রমরা না দেয় তাধু গো
দিলে হইতাম প্রেম সাধু
বিরহহীন গলার মালা গো।।
রসনী মোর রসের নাগর
তার লাগিয়া ছাড়িলাম ঘর গো
বনপুড়া হরিণী হইলাম
এই নাঈম পাগেলা গো।।
পূর্ববর্তী:
« আমার জীবন রে জীবাত্মা তুই থাকবি কতদিন
« আমার জীবন রে জীবাত্মা তুই থাকবি কতদিন
Leave a Reply