এক পিরিতে ব্যাথা দেয়
আরেক পিরিতে মিলন হয়
ও ভাই- পিরিতি তো
মুখের কথা নয়।।
সে যে বন্ধু জীবন সাথি
কেমনে ভূলি মধুময় স্মৃতি
প্রেম আন্ধারে দিয়া বাঁতি
এখন নাহি লাগে ভয়।।
প্রেম খেলায় সুজন পেলে
গোপনে প্রেম খেলা খেলে
আমায় এখন দূরে ফেলে
প্রাণবন্ধু বৈদেশে রয়।।
বিচ্ছেদ জ্বালা মনে ভরা
বাঁচিবনা তারে ছাড়া
এতো দুঃখ কষ্ট বলো
কার প্রাণেতে সয়।।
মনে আমার বিষম ব্যাথা
কার কাছে কই মনের কথা
দেইখ এসে মোহনীতা
যদি নাঈমের মরন হয়।।
পূর্ববর্তী:
« এক পাড়ে মন বসত করে
« এক পাড়ে মন বসত করে
Leave a Reply