আমার বন্ধুয়া আসলে ধারে
ছাড়িয়া কী দিতাম গো সই
আমি তাহারে।।
আমি ভালোবাসি গো সই
শুধু তাহারে
আসতো যদি নিরবধি
জড়াই ধরতাম তারে- গো সই।।
নাঈম নীলা প্রেম খেলা
যেমতি ভাব ধরে
ভালোবাসার তাজমহল
নিতাম আমি গড়ে- গো সই।।
স্বর্গ হতে আসে প্রেম
স্বর্গেতে যায় ফিরে
অমন প্রেমের মরা ভবে
কেবা নাহি মরে – গো সই।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
নীলার প্রেমে পড়ে
প্রেম কথার অর্থ বুঝিলাম
চিনলাম যে তাহারে – গো সই।।
পূর্ববর্তী:
« আমার বন্ধু বিনে পাগল মনে আর কিছু চায় না
« আমার বন্ধু বিনে পাগল মনে আর কিছু চায় না
পরবর্তী:
আমার ভবজ্বালা গেল না, সৎ পিরিতি হইল না »
আমার ভবজ্বালা গেল না, সৎ পিরিতি হইল না »
Leave a Reply