দেহ মাঝে রয় না পাখি
হায় হায়রে নাঈম ঝরায় আঁখি রে
করতাম কত মাখামাখি
এখন শুধু কাঁদি রে।।
পাখি আমার আমি তাহার
করলাম তারে সাথি
আঁধার ঘরে চায়রে যেতে
না দেয় মোরে বাঁতি রে।।
পুষে পাখি আমি আদরে
রইতাম তাহার প্রেমে মাতি
পাখি মোর অভিমান করেছে
কয় না কথা নিত্যি রে।।
এ ঘরে মোর আসা যাওয়া
পাখির দিবারাতি
এখন যে ঘুছাইয়া গেল
নাই সে রাতারাতি রে।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
শুনো গো সব সখি
পাখি গেলে তাহার সাথে
করবো মাখামাখি রে।।
পূর্ববর্তী:
« দেশের দেখলে না নমুনা
« দেশের দেখলে না নমুনা
পরবর্তী:
দেহতত্ত্বের খবর কেউ কইয়ো না রে ভাই »
দেহতত্ত্বের খবর কেউ কইয়ো না রে ভাই »
Leave a Reply