মাটির ও পিঞ্জুরে —
থাকিতে চায় না পাখি
পাখিটার বিরহে কাঁদেরে নাঈম
জড়ায়ে জল আঁখি।।
যদও তোর যাবার ছিল রে পাখি
কেন করলি মাখামাখি
সকল পাখির ন্যায় তুই ও যাস
উড়ে কেন দেখাদেখি।।
কত আশায় ভালোবাসায়
পুষিলাম তোরে পাখি
কেন তাহলে যেতে চাস চলে
শুনি পাখি বল্ দেখি।।
এই যদি রে ছিল বাঞ্চা পাখি
কাঁদাবি নাঈম আঁখি
তবে রে কেন মায়ার বাঁধনে
বিধলি জীবনটাকে।।
পূর্ববর্তী:
« মাঘ ফাল্গুন চৈত্র মাসে ভাটি এলাকায়
« মাঘ ফাল্গুন চৈত্র মাসে ভাটি এলাকায়
পরবর্তী:
মাটির ঢেলা, পচা গলা দেখলাম কত যতন করে »
মাটির ঢেলা, পচা গলা দেখলাম কত যতন করে »
Leave a Reply