নবী মুহাম্মদ ঘুঁছাইতে আঁধার
করতে উম্মত পার
আসিলেন তিনি বিশ্বমাঝার।।
মক্কা নগরীর বুকেতে
আসলেন নবী আলোয় মেতে
মরু সাহারা ধন্য করতে
ধন্য করতে মুসলিমের দ্বার।।
আসলেন মানব মুকুট পড়ে
পৌঁছাতে মানবের দ্বারে
ধর্ম দিকে আসতে ফিরে
অন্যায় সবে ছাড়।।
পাপী তাপি উম্মতেরে
ত্বরাইতে কাল হাশরে
রহিয়াছেন নিদ্রা ঘোরে
নাঈম চায় নবীর দিদার।।
পূর্ববর্তী:
« নবী কমলিওয়ালা দুজাহানের বাদশা
« নবী কমলিওয়ালা দুজাহানের বাদশা
পরবর্তী:
নবীজি মুহাম্মদ রাসুল আসলেন তিনি ধরাতে »
নবীজি মুহাম্মদ রাসুল আসলেন তিনি ধরাতে »
Leave a Reply