শুনো সবাই ধর্ম বাড়াবাড়ি
করিছে দুই পন্ডিতে মারামারি
তাদের ঝগড়া দেখে আমি ভন্ড হিসাব করি।।
একজনে ছিল মুসলমান
আরেকজন হিন্দু ধর্মীয়ান
দুজন তারা সমান সমান
ধর্ম নিয়ে হিংসা সুরাসুরি।।
একজন পূজে দেবতা মূর্তি
একজন মসজিদে দেবে ভক্তি
যার যেভাবে পাবে মুক্তি
খোদা রক্ষা করি।।
মুসলমান বলে,দেবতা গড়া দিয়া মাটি
নেই সেথায় প্রভূর ধাটি
পূজিয়া হিন্দুরা সেটি
কেউ হয়না শুদ্ধধারি।।
হিন্দু কহে,সব তোদের অহংকার
তবে মসজিদ সজিদা ছাড়
প্রভূ কী মসজিদের মাঝার
করে লুকোচুরি।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
বাড়াবাড়ি নয় ধর্ম নিয়া
মানবধর্ম দেখ লইয়া
অন্তর গহিন প্রভূ তোমাদেরি।।
পূর্ববর্তী:
« শুনিয়া মোহন বাঁশি যমুনা পুলিনে আসি
« শুনিয়া মোহন বাঁশি যমুনা পুলিনে আসি
পরবর্তী:
শুভদিনে উদয় হইলেন পাক নাম মোহাম্মদ »
শুভদিনে উদয় হইলেন পাক নাম মোহাম্মদ »
Leave a Reply