সোনা বন্ধু অভিমানি
সে কয়না কথা
সে আমারে ছেড়ে গেল
না বুঝলো মনের ব্যাথা।।
না পাইলাম তার প্রেম প্রীতি
তবু দিলাম কুলজাতি
বুঝি না হায় ভাব নীতি
ডরাইয়া ঘুরে মাথা।।
সোনা বন্ধু আসি বলে
বহুদূরে গেল চলে
তারে একবার না দেখিলে
বেঁচে কী লাভ অভাগা।।
আতর গোলাপ চুয়া চন্দনে
সাজাইলাম কুঞ্জ যতনে
ভেবে শয্যায় বসি গোপনে
কইবো তারে মনের কথা।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
কী লাভ হবে আর কান্দিয়া
না আসিবে বিনোদিয়া
সব কান্না হবে বৃথা।।
পূর্ববর্তী:
« সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর
« সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর
পরবর্তী:
সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা »
সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা »
Leave a Reply