নাঈমের এ নাও রে
কোন মেস্তরি নাও বানাইলো
বানাইয়া কোন সন্ধানে নাও
তমনে ছাড়িলো রে।।
চতুরঙ্গে নাও রাঙ্গিয়া
সুজন মেস্তরি পাইয়া
কী সুন্দর নাও বানাইয়া
ঘোরা লাগাইলো রে।।
নায়ের সুজন নাইয়া যেজন
যতনে নাও বাইবে সেজন
আপন ঘরে চৌদ্দ ভূবন
কে খুঁজিলো রে।।
বাইয়া বৈঠা গাইয়া সারি
যাইবে নাও আপন বাড়ি
মনোরঙ্গে সুর ধরি
হাক ছাড়িলো রে।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
নাও যখন যাবে ভাঙ্গিয়া
সুজন ব্যাপারি নাইয়া
নাও থইবে অকূলো রে।।
পূর্ববর্তী:
« নাঈম- আল্লাহ নামের খুঁজো তুমি পথ
« নাঈম- আল্লাহ নামের খুঁজো তুমি পথ
পরবর্তী:
নাঈমের গায়ে হলদি রে আনো তোমরা জলদি »
নাঈমের গায়ে হলদি রে আনো তোমরা জলদি »
Leave a Reply