নিরবে যাও
নাও আমার বাইয়া রে
মন মাঝি ভাই
বাইয়ো নাও হুশিয়ার হইয়া।।
হাজার নাওয়ের ভীর এখানে
বাও এ নাও তুমি আপনে
চালাইয়া যাও দিন পবনে
পাল দাও তুলিয়া।।
হীরামন মানিক্যে ভরা
নায়ের সকল কাষ্ঠ ঘোরা
পাইকের হাতে বৈঠা সাড়া
যাও সারি গাইয়া।।
ডুবতেছে মোর দিনমণি
সময়ের নাই আবাহনী
ঠেকবে এ নাও কখন জানি
তীরখানি লইয়া।।
সামনে ভিষন্ন নিদান
কে করিবে বিপদে ত্রাণ
নাঈম কয় আসিবে তুফান
সাঝ পানে রও চাহিয়া।।
পূর্ববর্তী:
« নিমাই রে ওরে নিমাই এমন কেন হইলে রে নিমাই
« নিমাই রে ওরে নিমাই এমন কেন হইলে রে নিমাই
পরবর্তী:
নির্জন যমুনার কূলে »
নির্জন যমুনার কূলে »
Leave a Reply