ভয় করে মন
কাম নদীর তরঙ্গ দেখে
ডুবছে মানুষ ঘূর্ণিপাকে
সর্বসময় লাখে লাখে।।
ও নদীতে নামছে গুণে
সাধু জ্ঞানী যারা ভূবনে
নামছে তারা সত্য ধ্যানে
বুকেতে সাহস রেখে।।
কাম নদীতে জল হয় তিতা
কাল কুম্বিরের বসত সেথা
জ্ঞানীজনের বাস্তবতা
দূর রহে তারে দেখে।।
ষড়পাকে বাধা নদী
বইতে থাকে নিরবধি
মুর্শিদে হয় বিপদ বাদী
সর্বদা পাশে থাকে।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
তাকাইয়া পিছন ফিরিয়া
কী লাভ হবে মন মিয়া
মুর্শিদকে নাহি ডেকে।।
পরবর্তী:
ভয় করো না এক হয়ে যাও মজুর চাষির দল »
ভয় করো না এক হয়ে যাও মজুর চাষির দল »
Leave a Reply