আগেকার দিনের কথা মনে পড়ে
কেমন ছিল আগের দিন
এখন কী দিন আইলো রে।।
ফুরু যে ছিলাম আমি
খেলতাম কত খেলা রে
ধূলাবালি লইয়া মাটির টুলি দিয়া
পুয়া পুড়ি মিলিয়া খেলিতাম রে।।
ইশকুলের কোনো অনুষ্ঠানে
নাটক অভিনয় আর গান হইলে
বাউলা গানের তালে তালে
মন জুড়াইতো রে।।
এখন আইসা আধুনিক বোধ
সব সংস্কার করেছে লুট
বাঙ্গালী দেয় বিদেশিকে ভোট
ডিজে গান শুনে রে।।
কেবা পুয়া পুড়ি নাই বাড়াবাড়ি
ধর্মের কাড়াকাড়ি না করিতাম রে
শান্ত অতি শুদ্ধ অতি
করিলে ভূল ভ্রান্তি মিল হতাম রে।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
দিনগুলে সব যায় হারাইয়া
বাঙ্গালী সব উঠ জাগিয়া
সংস্কার রাখ ধরে।।
পূর্ববর্তী:
« আগে বাইদ্যার সঙ্গ না করে কালসাপিনী ধরতে গেলাম
« আগে বাইদ্যার সঙ্গ না করে কালসাপিনী ধরতে গেলাম
পরবর্তী:
আচম্বিতে মরা গাঙ্গে জোয়ার গেল ভেসে »
আচম্বিতে মরা গাঙ্গে জোয়ার গেল ভেসে »
Leave a Reply