ওরো ও মনা-
মনা তুমি ভাবিয়া দেখছনি
আইছো একা যাইবা একা
কেউ নাই সঙ্গিনী।।
পাগল মন- ধন জন বাড়ি গাড়ি
কিছু যে নয় তোমারি
করে মিছা বাড়াবাড়ি
শেষে কিছু পাইবানি।।
পাগল মন- তুমি সুখের গান গাহিয়া
কী লাভ হবে দিন কাটাইয়া
একদিন যাবে সব ছাড়িয়া
সব হইবে বাতিনী।।
পাগল মন- আল্লাহ নবীর নাম লও
মুর্শিদ ওলির নাম লও
তাইতো বলিয়া নাঈম
দিনহীনের বাণী।।
পূর্ববর্তী:
« ওরে স্রষ্টা যদি ভ্রষ্টা হইত, যাইত জগৎ ভেঙ্গে-চুরে
« ওরে স্রষ্টা যদি ভ্রষ্টা হইত, যাইত জগৎ ভেঙ্গে-চুরে
পরবর্তী:
ওসমানীর স্মৃতিচিহ্ন ওই ওসমানী উদ্যান »
ওসমানীর স্মৃতিচিহ্ন ওই ওসমানী উদ্যান »
Leave a Reply