ও মন মানুষেতে বিরাজ মদন
করে দেখ তার সন্ধান
বাউলা মন নেচে নেচে
গাওরে বাউলা গান।।
জন মানুষকে ভজিলে
মনুষ্যত্বের সন্ধান মিলে
শান্তি থাকবে ভ্রান্তি ভূলে
নাই ধর্মাধর্মের স্থান।।
সবাই মোরা মানুষ জাতি
নেই তাতে ভূল ভ্রান্তি
গড়িতে মানুষের শান্তি
সম্বল করো দান।।
ধর্মাধর্ম ধারি না ধার
মনুষ্যত্বের গান গাই
মানুষের মাঝে আলেক সাঁই
দাও তাহারে মনপ্রাণ।।
চতুরঙ্গের ফুল ফুটিয়া
মানুষ অবনি জুড়িয়া
কয় ভাবিয়া নাঈম মিয়া
না হারাইয়ো মান সম্মান।।
পূর্ববর্তী:
« ও মন নামাজ পড় তুমি রাখো রে বিশ্বাস
« ও মন নামাজ পড় তুমি রাখো রে বিশ্বাস
পরবর্তী:
ও মন- মিছে মায়ায় দিন কাটালে »
ও মন- মিছে মায়ায় দিন কাটালে »
Leave a Reply